ads
৪ মে, ২০২৫

বিএনজে' এর শীর্ষ অভিভাবক এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ

অনলাইন ডেস্ক

বিএনজে' এর শীর্ষ অভিভাবক এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ

16px

নিজস্ব সংবাদদাতা। বাংলাদেশ নাগরিক জোট - বিএনজে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, বিএনজে'র দ্বিকক্ষ বিশিষ্ট দলীয় গঠনতন্ত্রের প্রথম কক্ষের সর্বচ্চ শীর্ষ নেতা বা শীর্ষ অভিভাবক পদে দায়িত্বে থাকবেন এবং বাংলাদেশ নাগরিক জোট বিএনজে এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দলটির দ্বিকক্ষের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। মর্মে দলটির শীর্ষ অভিভাবক জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন। একই সাথে দলটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আরও সুস্পষ্টভাবে গণমাধ্যমে দলটির গনতান্ত্রিক চর্চায় আরও জনসমক্ষে ভূমি রাখতে পারে সেই কর্ম সূচিও তুলে ধরা হবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ