ads
৩০ জুন, ২০২৫

বাংলাদেশ নাগরিক জোট -বিএনজে এর প্রথম জাতীয় সম্মেলন সেপ্টেম্বর মাসে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নাগরিক জোট -বিএনজে এর প্রথম জাতীয় সম্মেলন সেপ্টেম্বর মাসে

16px

বাংলাদেশ নাগরিক জোট- বিএনজে এর রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে 2012 সালের পহেলা মার্চ থেকে । জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে আত্নপ্রকাশ করে 2019 সালের 30 জানুয়ারিতে। দলটির প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ । বিএনজে এর মহাসচিব কামরুজ্জামান সিমু বলেন, দীর্ঘ 13 বছর পর নতুন গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন জাতীয় কমিটি ঘোষণা হবে। নতুন নেতৃত্ব আরও সাংগঠনিক সক্রিয় হয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকবে ।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ