বাংলাদেশ নাগরিক জোট - বিএনজে এর মহাসচিব কামরুজ্জামান সিমু বলেন, বিএনজে এর নতুন সাংগঠনিক কাঠামোর আলোকে বিএনজে এর আগামী আগত আগস্টের যে কোন দিনে জাতীয় কাউন্সিল অধিবেশনে গনতান্ত্রিক চর্চায় আরও সাংগঠনিকভাবে দেশবাসীর কাছে বিএনজেকে প্রতিষ্ঠিত ও প্রচার করতে পারি সেই পদক্ষেপে আমরা নিরবচ্ছিন্ন ভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছি।
একই সাথে বিএনজে এর প্রতিষ্ঠাতা এবং শীর্ষ অভিভাবক ( সুপ্রিম লিডার) জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ সাহেবের চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই জাতীয় কাউন্সিলর তারিখ ও সময়ের ঘোষণা করা হবে।
আমরা দিনে দিনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিতে চাই না। বিএনজে ২০১২ সাল থেকে অনেক চড়াই-উৎরাই পার করে এগিয়ে যাচ্ছে।