ads
২৩ জুন, ২০২৫

মীর জাফর ও হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না - মুখপাত্র রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক

মীর জাফর ও হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না - মুখপাত্র রাশেদ প্রধান

16px

মীর জাফর ও হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ২৩ জুন পলাশী দিবসের ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস, স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাস ঘাতকতার ইতিহাস। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বাস ঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ। মীর জাফর যেভাবে প্রহসনের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য। তাই আমাদের পলাশীর শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে কেউ মীর জাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাঁকে প্রতিহত করতে হবে। আর কোন বিদেশি প্রভুর কাছে মীর জাফর ও শেখ হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না।

সোমবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের শিক্ষা ও আগামীর সচেতনতা’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, অবৈধ পুশইন নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাদের এখনও সমস্যা হচ্ছে তাদের সাথে মীর জাফরের পার্থক্য কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার রেখে যাওয়া শ্মশানকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। আর তাই আগামীতে নতুন করে কেউ স্বৈরাচার হয়ে হিন্দুস্তানকে প্রভু বানাতে চাইলে, বাংলার জনগণ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজীব, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ