বাংলাদেশ নাগরিক জোট সংক্ষেপ বিএনজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নতুন গঠনতন্ত্রের প্রথম সভা কক্ষের শীর্ষ অভিভাবক জনাব এম এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, বিশ্ব যখন প্রযুক্তির ব্যবহারে লাগাতার নিরবিচ্ছিন্ন তখন বিশ্বের সকল রাষ্ট্রই প্রযুক্তির শীর্ষে থাকতে চায়। আর সর্ব প্রযুক্তি হলো মরনাস্র পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমা তৈরিতে আছে প্রতিযোগিতা। কে কত রকমের পারমাণবিক বোমা তৈরি করতে পারে এমনটা। দখলদার ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরি করতে পারছে, তাতে আমেরিকা তথা পশ্চিমা দেশগুলোর কোন প্রতিক্রিয়া নেই অথচ মধ্য প্রাচ্যপাশ্চাত্যের ইরান যখন এই অস্ত্র তৈরি করতে গেলো তখনই পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা হয়ে ওঠলো। সবচেয়ে বড় বিষয় হলো মধ্যপ্রাচ্য মানেই মুসলিম রাষ্ট্র। কিন্তু দুঃখের বিষয় ফিলিস্তিনের মানুষ আর ইরান রাষ্ট্র ব্যতীত মধ্য প্রাচ্যের কোন দেশগুলোর চিন্তা নেই। কেননা তারা তাদের আল্লাহ প্রদত্ত খনিজ তেলের উত্তোলন করে বিক্রি আর আরাম আয়েশ করা ব্যতীত মুসলিম জাহানের জন্য কোন দায় বোধ আছে বলে তারা মনে করে না। জনাব রহমান বলেন, বাংলাদেশ তার তিন দিগ দিয়ে পারমাণবিক শক্তির বলায় উপস্থিত আছে, বাংলাদেশের প্রতিরক্ষার কোন শক্তি নেই। আমাদের বহির্বিশ্বের সঙ্গে টিকে থাকতে সামরিক এবং প্রতিরক্ষার ব্যাপারে আরও জোড়াল ভূমিকা রাখতে হবে সরকারকে।
জনাব রহমান আরও বলেন - বাংলাদেশের ভবিষ্যত চিন্তা করে এখন থেকে জাতীয় আর্মি গঠন করতে হবে। যেখানে ১৫ বছর থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামুলক করতে হবে। শুধু তাই না, দেশর নাগরিকের মধ্যে একটি শৃঙ্খল এবং কর্মঠ তথা জাতীয় সম্পদে পরিণত হবে।