বাংলাদেশ কংগ্রেসের আয়োজিত আজকের ফারাক্কা বাঁধ দিবস উপলক্ষে বাংলাদেশ নাগরিক জোট- বিএনজে এর শীর্ষ অভিভাবক জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, ফারাক্কা বাঁধ উত্তর অঞ্চলের মানুষের মরন ফাঁদ, এই মরন ফাঁদ থেকে আজ ৫০ বছরেও সমস্যার সম্মুখীন হয়ে চলছে। এটা বাংলাদেশের রাজনৈতিক টার্ম কার্ড হিসেবে ব্যবহার করেছে। এটা রাজনৈতিক কোন ইস্যু নয় এটা জাতীয় ইস্যু। বাংলাদেশের অস্তিত্বের বিষয়। বাংলাদেশ কংগ্রেসের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিক্ষোভ সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল ইসলাম, মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম, ন্যাপ ভাসানীর মহাসচিব, গোলাম মোস্তফা ভূইয়া সহ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রতিবাদ মিছিল হয়।