ads
১৬ মে, ২০২৫

ফারাক্কা বাঁধ চুক্তি শেষ হওয়ার পর আর কোন চুক্তিতে বাংলাদেশের নাগরিকের মতামত হবে না। বিএনজে'র শীর্ষ অভিভাবক

অনলাইন ডেস্ক

ফারাক্কা বাঁধ চুক্তি শেষ হওয়ার পর আর কোন চুক্তিতে বাংলাদেশের নাগরিকের মতামত হবে না। বিএনজে'র শীর্ষ অভিভাবক

16px

বাংলাদেশ নাগরিক জোট- বিএনজের শীর্ষ অভিভাবক জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, আজ ১৬ মে, এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানী সাহেব ফারাক্কা বাঁধের বিরোধিতা করে কাগমারি লং মার্চের সূচনা করেন। ভারতের পানি শাসনের আগ্রাসনের বিরুদ্ধে। ৫০ হয়ে গেলো, ভারত বাংলাদেশের ন্যায্য হিস্যা পানির তা আজব্দি দেয়নি। ভারত ইজান অঞ্চলের দেশ বাংলাদেশ ভাটি অঞ্চলের দেশ। তাই ভারতের যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এই ফারাক্কা বাঁধ, টিপাইমুখী বাঁধ, ফেনীর বাঁধ সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। তাই আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ভারত দুই দেশের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সাহেব এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর কোন নতুন চুক্তির জন্য নয় বরং ফারাক বাঁধের অপসারণ সহ পানির ন্যায্য টা দেশবাসীকে দিবে সেই প্রত্যাশা দেশবাসী করেন। বলে বিএনজে এর শীর্ষ অভিভাবক জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ জোর দিয়ে প্রধান উপদেষ্টার অনুরোধ রাখেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ