বাংলাদেশ নাগরিক জোট - বিএনজে’র ভাইস চেয়ারম্যান শাহদাৎ এইচ চৌধুরি শিপন বলেন, বিগত সরকাররের থেকে বর্তমান অন্তবর্তীন সরকার সাধারন নাগরিকদের ক্রয় ক্ষমতার নাগালে রেখেছে। দেশের গনতন্ত্র চর্চা নাগরিকদের মানদন্ডে প্রতিষ্ঠিত হলে, কোন রাজনৈতিক দলের পক্ষে আর স্বৈরাশাসক হওয়ার বাসনা হবে না। তিনি আরও বলেন, বিএনজের চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমা খোরশেদ বিনেজে কে নিয়ে শান্তিপূর্ন ও অহিংস রাজনৈতিক প্রতিষ্ঠায় কার্যক্রম অব্যহত রেখেছেন।