ঐক্যমত্য কমিশনের বিলুপ্তি চেয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে। আগের তুলনায় এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারষ্পরিক বৈরিতা বৃদ্ধি পাচ্ছে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, অরাজনৈতিক ব্যক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে হ্যান্ডলিং করার জন্য তথাকথিত ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে যা নিজেদের পছন্দের কয়েকটি দলকে নিয়ে সংলাপ করে। যারা জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন অনেক দলকে দুরে রাখা হয়েছে সকল প্রকার কর্মকান্ড থেকে।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা দেখে সরকার সরাসরি দলগুলোর সাথে সংলাপ করে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করতে পারে। সেদিক না গিয়ে ঐক্যমত্য কমিশন এলোপাতাড়িভাবে বিভিন্ন দলকে গুরুত্ব দেয়ায় দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
কংগ্রেস মহাসচিব বলেন, সরকারের এখন উচিৎ একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় সংষ্কার করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংষ্কার করে একটি স্থায়ী স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নির্বাচন সংষ্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে নির্বাচন ব্যবস্থার কোন উন্নতি হবে না। এ বিষয় সব দলের মতামত নিয়ে পুনরায় সুপারিশমালা তৈরি করার আহবান জানান এ্যাডঃ ইয়ারুল ইসলাম।