ads
১৭ মার্চ, ২০২৫

বিএনজের সাংগঠনিক কাঠামো দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে

অনলাইন ডেস্ক

বিএনজের সাংগঠনিক কাঠামো দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে

16px

 বাংলাদেশ নাগরিক জোট - বিএনজে এর সাংগঠনিক কাঠামো দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে, দলটির মহাসচিব কামরুজ্জামান সিমু নির্ভয় বাংলাদেশ কে বলেন। ২০১২ সাল থেকে বিএনজে  সাংগঠনিক কার্যক্রম শুরু করে। ততকালীন আওয়ামী লীগ সরকারের নানা চাপের মুখে সংগঠনটি জোড়ালো ভূমিকা রাখতেপারে নি। ২০১৯ সালের ৩১ জানুয়ারি মাসে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর পরপর দুবার দলটির তরুন প্রজন্মের লড়াই করা নেতা জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ কে তুলে নিয়ে যায়। ততকালীন ছাত্র লীগের সকল জেলা এবং উপজেলার নেতাকর্মীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সাংগঠনিকভাবে প্রচার করতে পারে নি। তবু শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে দলটি নিবন্ধনের জন্য লড়াই করে যাচ্ছে। যদি তাদের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কালো আইনে রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়া বিষয় কঠিন। কালো টাকার সয়লাব না থাকলে নিবন্ধন নেওয়া যায় না। দলটির মহাসচিব কামরুজ্জামান সিমুর বক্তব্য রাখেন। 

আসছে জুলাইয়ের আন্দোলনের একজন বেঁচে আসা লড়াকু সৈনিক বিএনজের চেয়ারম্যান জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ এর নেতৃত্বে নিবন্ধন আইনের শীতিল, গনতান্ত্রিক যাত্রায় হলে এবার নিবন্ধন পাওয়ার আশা করছে।
 বিএনজের প্রথম কক্ষ নীতিনির্ধারণী সিদ্ধান্ত দিবেন এবং দ্বিতীয় কক্ষ সাংগঠনিক কার্য কারণগুলো সরাসরি পরিচালনা করবেন। দুই বারের বেশি দলটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবে না মর্মে  গঠনতন্ত্রে লিখিত করা হয়েছে। এবং প্রথম কক্ষের একজন শীর্ষক অভিভাবক বা সুপ্রিম লিডার পথে আসিন হবেন। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ কে প্রথম কক্ষের শীর্ষক অভিভাবক বা সুপ্রিম লিডার পথে দায়িত্ব পালন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছে বলে বিএনজের উভয় কক্ষের নেতৃবৃন্দরা। শীগ্রই দলটির জাতীয় কাউন্সিল করে উভয় কক্ষের নেতৃবৃন্দের নির্বাচিত করা হবে মর্মে দলটির মহাসচিব কামরুজ্জামান সিমু নির্ভয় বাংলাদেশ কে বলেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ