ads
১১ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি

16px

কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতার পর, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আজ (শনিবার) দু'দেশের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন।

ক'দিনের সংঘাতের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পার্সটুডে আরও জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ ঘোষণা করেছেন: পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ খবর নিশ্চিত করে জানিয়েছে: পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় বিকেল ৫:০০ টা থেকে শুরু হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামি সোমবার দুই দেশের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধানরা পুনরায় আলোচনা করবেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনা তীব্রতর হয়।

ভারত ওই অভিযানের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে কিন্তু ইসলামাবাদ অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এরপর, ভারত 'অপারেশন সিন্দুর' শুরু করে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে ইসলামাবাদও একই রকম পদক্ষেপ নেয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ