মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নাগরিক জোট - বিএনজের চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ। তিনি বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশ একটা অন্ধকার গর্বে লুটিয়ে ছিলো, যা গত ৫ আগস্ট ২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে আজকের মুক্ত বাংলাদেশ। এই মহান স্বাধীনতা দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রক্তের দাগে অর্জিত সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন প্রকাশ করেছেন, একই সাথে ২৪ এর জুলাইয়ে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন প্রকাশ করেছেন।
নতুন বাংলাদেশ গড়তে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি পরিহার করে, স্বৈরচার মুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বাংলাদেশ নাগরিক জোট -- বিএনজের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।